সংবাদদাতা: অজয় মুর্মু
সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুমেলা। ১১ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফাদার প্রদীপ যোসেফ কস্তা, প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও , ফাদার লিপন রোজারিও , ম্যানেজিং কমিটির সদস্য বিপ্লব মুর্মু , প্রদীপ হেমব্রম, সিস্টার লুসি কস্তা, এসসি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থপিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের শিক্ষা কর্মকর্তা ভিনসেন্ট চঁড়ে।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ছিলো আকর্ষণীয় উদ্বোধনী দলীয় নৃত্য। এছাড়াও কুজকাওয়াজ এবং বিভিন্ন ধরণের খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের ছাত্র সিমান্ত হেম্রম অনুভূতি জানিয়ে বলে ” আমি আজকে অনেক আনন্দিত , সবাই আজকে খেলাধুলা করেছি, পুরস্কার পেয়েছি। একজন অভিভাবক বলেন ” শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এই রকম খেলাধুলার ব্যবস্থা করায় অনেক ভালো লেগেছে । পড়াশোনার পাশাপাশি এই ধরণের খেলাধুলার আয়োজন করা উচিত।