গত ৩০ এপ্রিল থেকে ২ মে, রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে খ্রীষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রেডিও অনুষ্ঠান লিখন ও সম্প্রচার বিষয়ক এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল সান্ধ্য প্রার্থনার পর ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগের কমিশনের আহ্বায়ক ফাদার নিখিল গমেজ স্বাগত বাণীর মধ্য দিয়ে উক্ত সেমিনার উদ্বোধন করেন। এই সেমিনারে উপস্থিত ছিলেন অনলাইন রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল ডানিয়েল রোজারিও, সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক এবং জ্যোতি স্টুডিও’র পরিচালক ফাদার নিখিল গমেজ, রহনপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার বাপ্পী ক্রুশ, মি. অসীম ক্রুশ এবং সিস্টার ছন্দা রোজারিও প্রমুখ। সেমিনারে সংবাদ লিখন কৌশল সম্পর্কে আলোকপাত করেন ফাদার বাবলু কোড়াইয়া এবং স্ক্রিপ্ট লিখন পদ্ধতি কৌশল সম্পর্কে আলোকপাত করেন ফাদার ডানিয়েল রোজারিও। সেমিনার সমাপনী অনুষ্ঠানে বিশপ জেভার্স রোজারিও বলেন, এই শিক্ষা সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার করার দক্ষতা অর্জন করবে। অন্যদিকে রেডিও জ্যোতির সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাণী প্রচারের ক্ষেত্র প্রসারিত হব্।ে ফাদার ডানিয়েল রোজারিও বলেন, রেডিও অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা ও কণ্ঠ ধারণে স্বত:স্ফূত অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের নিজেদের মেধা ও প্রতিভাকে বিকশিত করার সুযোগ লাভ করছে। এতে করে রেডিও অনুষ্ঠান করার আগ্রহ তৈরী হয়েছে। তবে এর জন্য আগ্রহ ও চর্চা চালিয়ে যেতে হবে। সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার নিখিল গমেজ বলেন, রাজশাহীতে অনলাইন রেডিও জ্যোতির সম্প্রচার কাজে রাজশাহী ধর্মপ্রদেশের স্থানীয় ছাত্র-ছাত্রীদের দক্ষতা বাড়ানোর লক্ষেই এই সেমিনারের আয়োজন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে যোগ্য ও আগ্রহীকে আমরা রেডিও অনুষ্ঠান করার দক্ষতা সম্পন্ন করে রেডিও জ্যোতির কার্যক্রম আরো প্রসারিত করতে পারবো। সেমিনারে অংশগ্রহণকারী রাজশাহী কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্রী তৃষা পালমা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সেমিনারে অংশগ্রহণ করে আমি নতুন অভিজ্ঞতা লাভ করেছি। রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার কৌশল শিখতে পেরে খুব ভালো লাগছে। উক্ত সেমিনারে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৩০ জন কলেজ পড়–য়া যুব-যুবতীরা অংশগ্রহণ করে।

Please follow and like us: