গত ৭ থেকে ৮ জুন ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের ২০টি কনফারেন্সের এসভিপি সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে দুইদিন ব্যাপি বার্ষিক সেমিনার। রাজশাহী ধর্মপ্রদেশের এসভিপি নতুন দায়িত্ব প্রাপ্ত চ্যাপলেইন ফাদার পৌল ডি. রোজারিও স্বাগত বক্তব্যর মাধ্যমে এসভিপি কনফারেন্স সমূহের রিপোর্ট/কার্য বিবরনি পেশ, ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রণয়ন এবং সাবেক চ্যাপলেইন মন্সিনিয়র ফাদার মার্শেল তপ্ন-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগ উৎসর্গ করেন এবং উপদেশে এস.ভি.পি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ধর্মপ্রদেশ পর্যায়ে আমরা যেন আমাদের সেবা দানের মধ্য দিয়ে সক্রিয় থাকি এবং আমাদের দরিদ্র ভাই-বোনদের পাশে থাকতে পারি। এরপর সাধু ভিনসেন্ট ডি পলের জীবনী নিয়ে সহভাগিতা করেন চ্যাপলেইন ফাদার পৌল ডি. রোজারিও এবং মন্সিনিয়র ফাদার মার্শেল তপ্ন। এই সেমিনারে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত এসভিপি সদস্য-সদস্যাদের সংখ্যা ছিলো ২৫ জন। সেমিনার শেষে উপস্থিত সকলের প্রস্তাবিত কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়।
পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো এসভিপি সেমিনার
Please follow and like us: