সংবাদদাতা: লর্ড রোজারিও

প্রয়াত পোপ ফ্রান্সিস এ বছরকে খ্রিস্ট জন্মজয়ন্তী বা জুবিলী বছর হিসেবে ঘোষণা করেছেন এবং তারই দেওয়া মূলসুর নিয়ে আমরা ধ্যান করছি।এ ক্রুশের মধ্য দিয়ে আসে মুক্তি ও শান্তি তাই প্রতিনিয়তই আমাদের এ ক্রুশের কাছে ফিরে আসতে হয়। আমরা আশার তীর্থযাত্রী; আর শুধু আশা করলে হবে না আশানুরূপ কাজও আমাদের করতে হবে। ৩০ এপ্রিল সাধু পিতর সেমিনারীর জুবিলী ক্রুশ ও সাধু পিতরের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও এ কথা বলেন।

জুবিলী ক্রুশ ও সাধু পিতরের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মু, মুশরইল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, সিস্টার ও  সেমিনারিয়ান। অনুষ্ঠানের শুরুতে জুবিলী ক্রুশ উদ্বোধন, আশির্বাদ, ক্রুশ অর্চনা ও ধূপারতি দেওয়া হয়।

পরিচালক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশপ মহোদয়কে ধন্যবাদ জানাই তার উপস্থিত ও সম্মতি জ্ঞাপনের জন্য। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি অস্ট্রিয়ার উপকারী বন্ধুগণকে; যাদের উদারতার কারণেই আজকে এ সুন্দর ক্রুশ ও প্রতিকৃতি আমরা উপহার পেয়েছি।

 

Please follow and like us: