সংবাদদাতা: ফাদার পিটার ডেভিড পালমা

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শুধু কাথলিক মণ্ডলীই নয় বরং সারা বিশ্বেই একটি শোকের ছায়া নেমে এসেছে। তিনি ধার্মিক ও পবিত্র মানুষ ছিলেন। আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন তার এই প্রিয় সেবককে তার কাছে রাখেন এবং আমরা যেন পোপ ফ্রান্সিসের মতো আরেকজন যোগ্য উত্তরসূরী পেতে পারি। বিশ্ব শান্তি ও মানবদরদী প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুস্মরণে রাজশাহী কারিতাস মিলনায়তনে তার জীবন পর্যালোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠানে আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সভাপতি ও রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।

৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব পরিষদ কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী হিল্লোল সরকার, কারিতাস রাজশাহীর কর্মকর্তা এস এম জিল্লুর রহমান, রেভারেন্ড রিচার্ড জি মার্ডী ও আন্তঃধর্মীয় এবং আন্তঃমাণ্ডলীক ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন এমন একজন ব্যক্তি যিনি গোটা বিশ্বের মানুষকে অন্তরে ধারণ করেছিলেন। তিনি ছিলেন সর্বজনীন ব্যক্তিত্বের অধিকারী; যিনি পাপময়তাকে ঘৃণা করলেও সবাইকে তার অন্তরে স্থান দিয়েছিলেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব পরিষদ কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী হিল্লোল সরকার বলেন, প্রয়াত পোপ ফ্রান্সিসের জীবন পর্যালোচনা ও প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি সেই পবিত্র ব্যক্তি যার স্পর্শে এসে লক্ষ লক্ষ মানুষ শান্তির বার্তা খুঁজে পেয়েছে। পোপ সর্বদা সারা বিশ্বের শান্তির জন্য কাজ করেছেন এবং সাধারণ মানুষকে নিয়ে সর্বদা ভেবেছেন।

কারিতাস রাজশাহীর কর্মকর্তা এস এম জিল্লুর রহমান সহভাগিতায় বলেন, প্রয়াত পোপ  মহোদয়ের ৫০০ পৃষ্ঠা লেখা একটি জনপ্রিয় প্রৈরিতিক পত্র ‘লাউদাতো সি’ বইটি আমাদের জন্য অপরিহার‌্য। বিভিন্ন দেশের যুদ্ধের সময় তিনি শান্তি স্থাপনে চেষ্টা করেছেন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।

চার্চ আব বাংলাদেশের পক্ষে রেভারেন্ড রিচার্ড জি মার্ডী বলেন, আমরা বিশ্বাস করি ঈশ্বর পোপ ফ্রান্সিসের আত্মাকে তার হাতে গচ্ছিত রেখেছেন, কারণ তিনি প্রভুর পক্ষেই প্রতিনিধিত্ব করতেন। আমরাও চার্চ অব বাংলাদেশ মণ্ডলী তাকে হারিয়ে গভীরভাবে শোকাহত। আমরা প্রার্থনা করি পিতা ঈশ্বর পোপ ফ্রান্সিসকে যেন চিরশান্তি দান করেন।

 

Please follow and like us: