সংবাদদাতা: ফাদার সমর দাংগ, ওএমআই
লক্ষণপুর ধর্মপল্লীর প্রতিপালক সাধু ইউজিনের পর্ব পালিত হয়েছে। পর্ব পালনকে কেন্দ্র করে প্রতিটি গ্রামের খ্রিস্টভক্তগণ নয়দিন ধরে নভেনা প্রার্থনা ও খ্রিস্টযাগের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি নেন । ধর্মপল্লীর পর্ব পালনের পাশাপাশি খ্রিস্ট জন্ম জুবিলী বর্ষ উপলক্ষে ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ ধর্মপল্লীতে জুবিলী তীর্থ করেন।
৩ মে পর্বের দিন গ্রামের খ্রিস্টভক্তগণ একসাথে গ্রামভিত্তিক রোজারীমালা প্রার্থনা করতে করতে ধর্মপল্লীর গির্জায় আসেন। পর্বীয় খ্রিস্টযাগে খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কারও প্রদান করা হয়। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অবলেট ডেলিগেশন সুপিরিওর ফাদার জনি ফিনি, ওএমআই এবং অন্যান্য ধর্মপল্লী থেকে আগত যাজকগণ। খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, আমরা যে পুনরুত্থিত খ্রিস্টকে অভিজ্ঞতা করেছি, সেই খ্রিস্টকে যেন আমাদের দৈনন্দিন জীবনে কাজে, কথায় ও আচার-আচরণে প্রকাশ করি। জুবিলী বর্ষে এই ভাবেই আমরা সকলে খ্রিস্টিয় বিশ্বাসে আরো বৃদ্ধি পাবো এবং পরিপক্ষতা লাভ করবো।
খ্রিস্টযাগের পূর্বে খ্রিস্টভক্তগণ আদিবাসী কৃষ্টিতে বিশপ মহোদয়, বাংলাদেশ অবলেট ডেলিগেশন সুপিরিওর এবং উপস্থিত যাজকগণকে বরণ করে নেয়। পবিত্র খ্রিস্টযাগের পর ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।