সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন

ভূতাহারা ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ধর্মপল্লীর প্রতিপালক শ্রমিক সাধু যোসেফের পর্ব। পর্বদিনে বিশপ জের্ভাস রোজারিও, ৪জন যাজক, ৫ জন সিস্টার এবং যুবক যুবতীসহ প্রায় ২০০জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। ধর্মপল্লীর  পর্বদিনকে ঘিরে সাধু যোসেফের আদর্শকে কেন্দ্র করে ৯ দিনব্যাপী নভেনা প্রার্থনাসহ সান্ধ্যকালীন আরাধনা করা হয়।

১ মে শ্রমিক সাধু যোসেফের পর্বদিনে বিশপকে গির্জা প্রাঙ্গণে গান, হাত ধোয়ানো এবং ফুল প্রদানের মাধ্যমে বরণ করা হয়। পর্বদিনে খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, সাধু যোসেফ আমাদেরকে অনুপ্রেরণা দেন আমরা যেন কাজ করি, নিজেদের কাজ দ্বারা অন্যদের সেবা করি। কেউ যেন অলস জীবন যাপন না করি। নিজে কাজ করি অন্যদেরকেও কাজ করতে অনুপ্রেরণা দিই। অন্যদিকে, সব কাজকেই যেন সম্মান জানাই।

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার  সুশীল লুইস সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক সাধু যোসেফকে ধর্মপল্লীর প্রতিপালক পেয়ে ভূতাহারা ধর্মপল্লীবাসী সৌভাগ্যবান। তবে সাধু যোসেফের জীবনাদর্শ অনুসরণ করাটা বরং আরো বেশি ফলদায়ক হবে। সাধু যোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। ঠিক একইভাবে আমরাও যেন ঈশ্বর ও মণ্ডলীর প্রতি আনুগত্য প্রকাশ করি।

Please follow and like us: