সংবাদদাতা: অঙ্গিতা রিতা ক্রুশ
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে সাধু পিতরের ধর্মপল্লী, মুশরইলে ৬২জন অনার্স ও মাস্টার্স পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে অর্ধদিবসব্যাপী সেমিনার। ১০ মে অনুষ্ঠিত এই সেমিনারের মূলসুর ছিলো, “মণ্ডলী ও সমাজে ছাত্র-ছাত্রীদের ভূমিকা”। সেমিনারে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ, মুশরইল ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, যুব কমিশনের এনিমেটর ও ভলেন্টিয়ারসহ আরো অনেকে।
মূলসুরের ওপর অধিবেশন পরিচালনা করেন ড. আরোক টপ্প্য। তিনি বলেন, নিজেকে বিনিয়োগ করতে হবে। সময় যেনো আমাদের নিয়ন্ত্রণ না করতে পারে বরং আমরা যেনো সময়কে নিয়ন্ত্রণ করি। বিনিয়োগ অর্থ শুধু যে টাকা পয়সার বিষয় তা কিন্তু নয় বরং আমাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের নিজেদের গড়ে তোলাও হলো এক ধরনের বিনিয়োগ।
অনুষ্ঠানের মধ্যে ছিলো দলীয় আলোচনা। অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে এই দলীয় আলোচনায় অংশ নেয়। আলোচনায় সমাজ, রাষ্ট্র, পরিবার ও মণ্ডলীর কাছে আমাদের প্রত্যাশা, দায়বদ্ধতা ও করণীয় বিষয় উঠে আসে।