সংবাদদাতা: লর্ড রোজারিও
একজন মা সংসারে বিনা পারিশ্রমিকে তার সংসারের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। আমরা আমাদের মায়েদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তাদের ভালবাসার কারণেই আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। আমাদের হয়ে উঠতে হবে আদর্শ মা কারণ শুধু জন্মদিলেই মা হওয়া যায় না সেই মাতৃত্ব ধরে রাখতে হয় এবং সন্তানদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হয়। বিশ্ব মা দিবস উপলক্ষে মুশরইল ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ এই কথা বলেন।
১১ মে রবিবার বিশ্ব মা দিবস উপলক্ষে সকালে বিশ্বের সকল মায়েদের মঙ্গল কামনায় খ্রিস্টযাগ ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান হয়। এতে ধর্মপল্লীর ফাদার, সিস্টার,সেমিনারিয়ান ও খ্রিস্টভক্তসহ প্রায় ১০০জন উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের পর পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ সকল মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ধর্মপল্লীর একজন মা রেজিনা বিশ্বাস বলেন, মা ডাকটি অত্যন্ত মধুর। যখনই সন্তানের মুখে মা ডাক শুনি তখনই সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারি।