সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন

রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে চাঁদপুকুর ধর্মপল্লীতে উত্তর ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ৯ মে অনুষ্ঠিত পুনর্মিলনীর মূলভাব ছিলো ‘এম্মাউসের পথে যিশুর সাথে যাত্রা’।

উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবাদানরত ২৭ জন ফাদার-সিস্টার এতে অংশগ্রহণ করেন। সাক্রামেন্তীয় আরাধনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন, রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশন ফাদার-সিস্টার ও ব্রাদারদের যত্নে সব সময় তৎপর। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। মূলসুরের ওপর সহভাহিগতায় ফাদার বাবলু কোড়াইয়া এম্মানুসের পথে দুইজন প্রেরিতশিষ্যের যিশুকে অভিজ্ঞতা ও অন্তরে আনন্দ অনুভব ও সেই আনন্দ সকলের নিকট বয়ে নিয়ে যাওয়া বিষয়টি তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় ফাদার-সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে অভিজ্ঞতা ও ঘটনা সহভাগিতা করেন।

Please follow and like us: