ফাদার শ্যামল জেমস্ গমেজ

“আশার তীর্থযাত্রী: জীবনের একটি উপহার” এই মূলসুরকে কেন্দ্র করে বনপাড়াতে অনুষ্ঠিত হয়েছে আহ্বান দিবস। এতে ফাদার-সিস্টারসহ ১২০জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। ১১ মে পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তার সহার্পিত খ্রিস্টযাগের মধ্য দিয়ে অর্ধদিবসের অনুষ্ঠান শুরু হয়। উপদেশে ফাদার দিলীপ বলেন, আমাদের প্রত্যেকের জীবন হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার, তাই প্রতিটি জীবনকে ভালবেসে মঙ্গলময় কাজে সর্বদা যুক্ত রাখতে হবে। সুন্দর মনের মানুষ হিসেবে আমাদের প্রধান কাজই হলো ঈশ্বরের ডাক বা আহ্বান শোনা বা হৃদয় দিয়ে উপলব্ধি করা।

খ্রিস্টযাগের পর মূলসুর ও ধর্মপ্রদেশীয় যাজকদের জীবন ও আধ্যাত্মিকতার বিষয়ে সহভাগিতা করেন পোপ ষষ্ঠ পল সেমিনারীর পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন। এছাড়া ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজের উপস্থাপনা, জীবন সহভাগিতা এবং এসএমআরএ, শান্তি রাণী, পিমে ও আরএনডিএম সিস্টার সম্প্রদায় সম্পর্কে সিস্টারগণ সহভাগিতা করেন। পরিশেষে, অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর নৃত্য, অভিনয় এবং দুপুরের আহারের মধ্য দিয়ে আহ্বান দিবস উদযাপন সমাপ্ত হয়।

Please follow and like us: