গত ২৮ জুন ২০১৯ খ্রিস্টাব্দে, ফৈলজানা ধর্মপল্লীর চাচকিয়া উপ-ধর্মপল্লীতে প্রতিপালক যীশু হৃদয়ের পর্ব পালন করা হয়। এ পর্বোপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি হিসেবে খ্রিস্টভক্তগণ নয় দিনের নভেনা প্রার্থনা করেন। পরে পর্বের দিন গীর্জার বাইরে যীশু হৃদয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শোভাযাত্রা সহকারে খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিএ খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি এবং সাথে ছিলেন সহকারী-পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি ও সেমিনারীয়ান সানি রোজারিও, সিএসসি।। ফাদার এ্যাপোলো তাঁর উপদেশ বাণীতে বলেন, “হৃদয় বা হার্ট থেকে রক্ত সঞ্চারিত হয়ে যেমন গোটা দেহকে সঞ্জীবিত রাখে, তেমনি যীশু হৃদয়ের ভালবাসায় জীবন-যাপন করলে আমরা প্রকৃত খ্রিস্টানের পরিচয় প্রকাশ করতে পারবো।” তাই যীশু হৃদয়ের প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসা আরো বাড়াতে হবে। খ্রিস্টযাগের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গীর্জার প্রাঙ্গণে বিভিন্ন বয়সী খ্রিস্টভক্তদের মাঝে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। এতে সকলে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরিশেষে, আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতিপালক যীশু হৃদয়ের পর্ব উদযাপন সমাপ্ত করা হয়।
চাচকিয়া উপ-ধর্মপল্লীতে প্রতিপালক যীশু হৃদয়ের পর্ব উদযাপন
Please follow and like us: