সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ
“যুবপ্রাণ ও সুরক্ষিত জীবন” মূলসুরকে কেন্দ্র করে লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী বনপাড়ায় অনুষ্ঠিত হলো সারাদিনব্যাপী সুরক্ষা বিষয়ক সেমিনার। ১১ জুলাই ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ কতৃর্ক খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার শ্যামল বলেন, ঈশ্বর জীবন ও সুরক্ষা দুটোই সুন্দরভাবে পরিচালনা করেন। বর্তমান বাস্তবতায় নানা ঘাতপ্রতিঘাত ও আমাদের স্বার্থপরতার কারণেই অনেক সময় আমাদের জীবনে আসে বিপদ ও ধ্বংস। শিশু ও যুব সমাজ সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ। মূলসুরের ওপর ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু প্রাণবন্ত আলোচনায় বলেন, আমরা হলাম আমাদের পরিবার, সমাজ, মণ্ডলী ও আগামীর কর্ণধার বা ভবিষ্যৎ। কিন্তু নিজেকে আগে সুরক্ষিত রেখে গড়ে তোলা প্রয়োজন। নানাবিধ কারণে আমাদের জীবন অরক্ষিত। নিজেকে জেনে, বুঝে ও যুগের বাস্তবতায় উপযুক্ত স্থানে নিতে হবে, তবেই অবদান রাখতে পারব।
“তুমিই তোমার শ্রেষ্ঠ বিনিয়োগ” এই যুগোপযোগী বিষয়ের ওপর আলোকপাত করেন বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান বাবলু রেনাতুস কোড়াইয়া। তিনি বলেন, স্বপ্ন দেখে সেই অনুসারে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই তবে নিজেকেই আগে গড়ে তোলা দরকার। নিজেকে বিনিয়োগ করতে শিখতে হবে।
এরপর দলীয় আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের সুচিন্তিত মতামত ও পরিকল্পনা গ্রহণ করে। এছাড়াও অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। সারাদিনব্যাপী সচেতনতামূলক সুরক্ষা বিষয়ক এই সেমিনারে ১০৪জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।