সংবাদদাতা: ফাদার লিংকন সামূয়েল কস্তা

নবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও ব্লক থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে পালকীয় সম্মেলেন ও পালকীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১ জুলাই দিনের শুরুতে ছিলো অভ্যর্থনা, নাম নিবন্ধন ও পবিত্র খিস্টযাগ। খ্রিস্টযাগে পৌরহিত্য ও শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন করেন ফাদার সুশান্ত ডি’কস্তা। খ্রিস্টযাগের উপদেশে তিনি সকলকে আধ্যাত্মিক এবং মানসিকভাবে বলীয়ান হতে আহ্বান জানান।

খ্রিস্টযাগের পর অনুষ্ঠিত হয় ধর্মপল্লীর পালকীয় সম্মেলন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপের এই বছরের পালকীয় পত্রের মূলভাব “খ্রিস্ট-জুবিলী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ” বিষয়টি পালকীয় সম্মেলনের মূলভাব করে এর ওপর আলোচনা করেন ফাদার লিংকন সামূয়েল কস্তা। ফাদার তার উপস্থাপনায় পালকীয় পত্রের ধর্মতাত্ত্বিক, মাণ্ডলীক ও সমাজ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন।

সম্মেলনে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে দলীয় পর্যায়ে পালকীয় পত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়। পরে দলীয়ভাবে সদস্যগণ পালকীয় পত্রের নির্ধারিত প্রশ্নের উত্তর লিখিত প্রতিবেদনাকারে উপস্থাপন করেন। দলীয় আলোচনা ছাড়াও মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যগণ ধর্মপল্লীর নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন।

পরিশেষে, পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পালকীয় সম্মেলন ও শপথগ্রহণ অনুষ্ঠান নবাই বটতলা ধর্মপল্লীতে সামগ্রিকভাবে এক নতুর প্রাণশক্তির জাগরণ ঘটিয়েছে; যার মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশ, একতা, মিলন, দায়িত্ববোধ, ন্যায়-শান্তি, খ্রিস্টিয় চেতনা ও মূল্যবোধে জাগ্রত হয়ে অটুট থাকার অনুপ্রেরণা যোগাবে।

Please follow and like us: