গত ১২ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে এবং ন্যায় ও শান্তিকমিশন, সিবিসিবি এর উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন রাজশাহী ও কারিতাসের সার্বিক সহায়তায় খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশু সুরক্ষা বিষয়ক পালকীয় অরিয়েন্টেশন। এই অরিয়েন্টেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো শিশু সুরক্ষা সেবাকাজে কাথলিক মণ্ডলীর শিক্ষা এবং পালকীয় দিকনির্দেশনা। প্রথমেই ফাদার লিটন হিউবার্ট গমেজ, সিএসসি সেক্রেটারি ন্যায় ও শান্তি কমিশন, সিবিসিবি তিনি শিশু সুরক্ষা বিষয়ক পালকীয় কর্শশালার লক্ষ্য ও উদ্দেশ্য সহভাগিতা করে বলেন, আমাদের কিছু নীতিমালা তৈরী করতে হবে, শিশু সুরক্ষার কর্মকৌশল জানতে হবে এবং শিশু সুরক্ষায় কাজ করার অঙ্গীকার থাকতে হবে। এরপর পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও বলেন, ধর্মপ্রদেশে শিশু সুরক্ষায় পালকীয় পরিকল্পনা এবং আমাদের করণীয় কী? এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, পরিবারে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ে শিশু ধর্ষণ অত্যন্ত ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত দুঃখজনক যা আমাদের সকলের দায়িত্ব রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা। তাই আজকে আমরা যারা এই সেমিনারের অংশগ্রহন করেছি আমরা প্রত্যেকে যেন নিজ নিজ পরিবারে, নিজ নিজ ধর্মপল্লীতে এবং স্বস্ব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি কারণ শিশুদেরকে স্বপ্ন দেখানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং শিশুরা যাতে সেই স্বপ্ন নিজেদের মধ্যে ধারণ, লালন এবং পালন করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। অন্যদিকে মি. চন্দন গমেজ, ডিরেক্টর পিডিকিউএ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তিনি বলেন, এখন সময় এসেছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশু সুরক্ষার জন্য কাজ করার। শিশু সুরক্ষা শুধু মুখে বললে হবে না, ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সুরক্ষ মতবিনিময় সংক্রান্ত সেমিনারের আয়োজন করতে হবে। মি. লিটন মন্ডল, পবা এপিসি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তিনি সহভাগিতা করেন শিশু আইন ২০১৩ এবং শিশু নীতিমালা ২০১১ তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের কার্যকরি নীতিমালা এবং স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার মধ্যদিয়ে শিশুর প্রতি শারীরিক সহিংসতা রোধে সহায়ক ভূমিকা পালন করতে হবে। এরপর ছিলো শিশু সুরক্ষা বিষয়ক উন্মুক্ত আলোচনা। শিশুদের কথা চিন্তা করে সুন্দর আলাপ আলোচনার মধ্যদিয়ে শিশু সুরক্ষা বিষয়ক পালকীয় অরিয়েন্টেশন সমাপ্ত করা হয়।

Please follow and like us: