নিজস্ব সংবাদদাতা
পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানীতে অধ্যয়নরত রাজশাহী ধর্মপ্রদেশের সেমিনারীয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মিলনমেলা। ১৮ থেকে ২০ জুলাই উত্তম মেষপালক ক্যাথিড্রাল, বাগানপাড়া ধর্মপল্লীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার মূলভাব ছিলো, ‘যাজক প্রার্থীদের গঠন জীবনে প্রার্থনার গুরুত্ব ও দৃঢ় বিশ্বাসে আশায় পথচলা’। উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, ফাদার উইলিয়াম মুর্মু, অন্যান্য ফাদার এবং সাতজন মেজর সেমিনারীয়ান।
১৮ জুলাই পবিত্র আরাধনার মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধন হয়। ১৯ জুলাই মূলভাবের ওপর আলোচনা করেন ফাদার উত্তম রোজারিও। তিনি বলেন, প্রার্থনায় আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি। নিজের আকাঙ্খা, উপলব্ধি ও আবেগ, মনের ইচ্ছা প্রার্থনায় উৎসর্গ করি। প্রার্থনায় ঈশ্বরের কাছ থেকে উপহার চেয়ে নিই। আবার চ্যালেঞ্জ মোকাবেলার উপায় প্রার্থনা। প্রার্থনার দ্বারা আশ্চর্য কাজ করা সম্ভব। যাজকীয় অভিষেক লাভ করাই হচ্ছে প্রার্থনা। বিশ্বাস ঐশ্বরিক গুণ। যাকে বিশ্বাস করি তাঁকে ভালবাসি। আর যাকে ভালবাসি তাঁর প্রতি আমাদের বিশ্বাস দৃঢ়। আশা আমাদের শক্তি দেয়।
ফাদার উইলিয়াম মুর্মু বলেন, প্রার্থনা আমাদের সত্ত্বার সাথে মিশতে হয়। আমরা কাজে অনেক ব্যস্ত, আর এভাবে যেন প্রার্থনায়ও ব্যস্ত থাকি। ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, আমরা অভিষেকের গুণে যাজক হই; তবে যাজক হলেই সব শেষ নয় বরং প্রতিদিন যাজক হয়ে উঠতে হয়।
রিজেন্সি সম্পন্ন করা তিনজন সেমিনারীয়ান তাদের রিজেন্সি অভিজ্ঞতা আলোচনা করেন। তাদের প্রত্যেকের কথায় যাজক ও খ্রিস্টভক্তদের সাথে সম্পর্ক, অভিজ্ঞতা, আধ্যাত্মিক জীবন এবং অফিসিয়াল কাজের বিষয় ওঠে আসে।