সংবাদদাতা: সৃষ্টি হেম্ব্রম

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে সারাদিনব্যাপী ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই অনুষ্ঠিত সেমিনারে ফাদার, সিস্টার, এনিমেটর ও বিভিন্ন গ্রাম থেকে ২২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়, খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার জেমস শ্যামল গমেজ। উপদেশে তিনি বলেন, যুবক-যুবতীদের অনেক গুণাবলী আছে আর তারা ইচ্ছা করলেই অনেক কিছু ভালো করতে পারে। তাদের মধ্যে ঈশ্বরের অনেক আশির্বাদ রয়েছে; আর বর্তমান জগৎ তাদের দিকেই তাকিয়ে আছে, তারাই এই পৃথিবীকে একদিন সুন্দর করে গড়ে তুলবে।

সেমিনারে “বর্তমান বাস্তবতায় যুব নৈতিকতা ও সচেতনতা” বিষয়ে আলোচনা করেন রাজশাহী ওয়ার্ল্ড ভিশন সিনিয়র এডিপি ম্যানেজার লোটাস চিসিম। তিনি বলেন, বর্তমান জগৎ অনেক পরিবর্তনশীল, এই জগতের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রত্যেককেই উপযুক্ত যোগ্যতা অর্জন করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয় বরং এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে জীবনের লক্ষ্য অর্জনের জন্য নিজেকেই কঠোর পরিশ্রম করতে হবে।

নিজ জীবনাভিজ্ঞতার আলোকে ক্যারিয়ার গঠন বিষয়ে আলোচনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। তিনি বলেন, পরিশ্রম ছাড়া জীবনে কোন কিছুই অর্জন করা যায় না। নিজের উজ্জ¦ল ভবিষ্যত গড়ার জন্য এখই স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা করতে হবে। যতই দিন যাচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো ততোই বৃদ্ধি পাচ্ছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নিজেকে এখই প্রস্তুত করতে হবে।

উক্ত সেমিনারে ওয়াইসিএস গঠন, কার্যক্রম এবং এর উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে আলোকপাত করেন ফাদার জেমস শ্যমল গমেজ। তিনি উপস্থিত প্রত্যেক ছেলেমেয়েকেই ওয়াইসিএস’এর সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Please follow and like us: