সংবাদদাতা: ক্যাম্পাস প্রতিনিধি

শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী, অভিভাবক এবং নানাস্তরের সুধীজনদের অকুণ্ঠ ভালবাসা এবং শ্রদ্ধায় অনুষ্ঠিত হলো হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র প্রতিষ্ঠাতা-উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরিফিকেশন, সিএসসি’র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান। একইসাথে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের নবনিযুক্ত অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি’র বরণ অনুষ্ঠান। ৩১ জুলাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সেন্ট যোসেফ প্রভিন্স, বাংলাদেশের প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার রিপন জেমস গমেজ, সিএসসি; বিদ্যালয়ের উপাধ্যক্ষ (অ্যাডমিন) ও স্কুল ইন-চার্জ ব্রাদার জনি গ্রেগরি, সিএসসি এবং হলিক্রস ব্রাদারগণ।

ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরিফিকেশন, সিএসসি ত্যাগ করলেন তার নিরলস শ্রম, ভালবাসা আর ত্যাগে গড়া রাজশাহীর ক্যাম্পাস। তিনি ছিলেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর ক্যাম্পাস গড়ার অন্যতম কারিগর। ২০২২ খ্রিস্টাব্দ থেকে কার্যক্রম শুরু করা হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র প্রায় সাড়ে তিন বছরের এই পথচলায় প্রথম উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। অন্যদিকে নতুন অধ্যক্ষ মহোদয়কে প্রাণঢালা শুভেচ্ছা ও অনাবিল শুভকামনায় বরণ করে নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলাদেশের প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার রিপন জেমস গমেজ, সিএসসি বলেন, ব্রাদার অর্পণ পিউরীফিকেশন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শুরু থেকে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানে সেবা প্রদান করেছেন। তিনি যেখানে যাবেন সেখানেও ঠিক একইভাবে সেবাদান করবেন। অন্যদিকে আমরা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার আশির্বাদ ও ব্রাদার তরেনের দূরদর্শী নেতৃত্বে এই প্রতিষ্ঠান আগামীর দিনগুলোতে এগিয়ে যাবে সমৃদ্ধি ও সাফল্যের পথে।

 

Please follow and like us: