সংবাদদাতা: ডানিয়েল লর্ড রোজারিও 

যিশু খ্রিস্টের জন্মজয়ন্তী উৎসবে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে সেগুলো সুন্দরভাবে করে যাচ্ছি। ভিকারিয়া সভার মধ্য দিয়ে আমরা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি তা প্রতিটি ধর্মপল্লীতে সঠিকভাবে বাস্তবায়ন হলো আমাদের মূল লক্ষ্য। আমরা বিভিন্ন মতামত প্রকাশ করছি এবং খুব সুন্দর সুন্দর যুক্তিতর্কও উপস্থাপন করেছি যা আমাদের সভাকে প্রাণবন্ত ও ফলপ্রসু করেছে। ৮ আগস্ট রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে মধ্য ভিকারিয়া সভায় ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী একথা বলেন।

মধ্য ভিকারিয়ার দ্বিতীয় বাৎসরিক সভায় রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, মধ্য ভিকারিয়ার আহ্বায়ক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য ও  বিভিন্ন ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তসহ ৯৬ জন উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন, প্রার্থনানুষ্ঠান ও রাজশাহী ধর্মপ্রদেশে সেবাদানকারী প্রয়াত ফাদার মার্শেল তপ্ন ও ফাদার সুনীল ডানিয়েল রোজারিও’র আত্মার কল্যাণার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ, মধ্য ভিকারিয়ায় খ্রিস্ট জন্মজুবিলী উদ্বোধন অনুষ্ঠানের মূল্যায়ন ও সমাপণী অনুষ্ঠানের পরিকল্পনা এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, বর্তমানে অবৈধ বিবাহ আমাদের সমাজের উন্নতির পথে প্রধান অন্তরায়। আমাদের সকলকে অবৈধ বিবাহ সংস্কারে কাজ করতে হবে।

মধ্য ভিকারিয়ার আহ্বায়ক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী বলেন, যিশু খ্রিস্টের জন্মজয়ন্তী বছরে আমরা রয়েছি এবং ধর্মপল্লীতে বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি। আজকের সভায় আমরা প্রতিটি ধর্মপল্লীর সহভাগিতা শুনে নিজেদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি যা ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

 

 

 

Please follow and like us: