সংবাদদাতা: ক্যাম্পাস প্রতিনিধি 

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের নিবেদিত প্রাণ, মাধ্যমিক শাখার সদাহাস্যজ্বল সিনিয়র শিক্ষক শিবিদাস স্যানাল স্যারের শেষ কর্মদিবসে স্যারের দীর্ঘ ৩৬ বছরের নিষ্ঠা, ত্যাগ ও প্রতিটি নিবেদনের জন্য স্যারের প্রতি বিনম্র কৃতজ্ঞতা ও ধ্যনবাদ জ্ঞাপন করা হয়। আর এ উপলক্ষে ৭ আগস্ট নবম শ্রেণি বালক বনাম দশম শ্রেণি বালকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে দশম শ্রেণি বালক জয়লাভ করে।

শিবদাস স্যানাল স্যার ১৯৮৯ খ্রিস্টাব্দে সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৬টি বছর নিরলস শিক্ষা ও সহশিক্ষা সেবা প্রদান করে হাজারো শিক্ষার্থীকে আলোকিত করেছেন এবং পৌঁছে দিয়েছেন সফলতার শিখরে৷ স্যার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন “আমি ঘটনাক্রমে শিক্ষক নই বরং আমি পারিবারিক ভাবেই শিক্ষক, কারণ আমার বাবাসহ পরিবারের একাধিক সদস্য শিক্ষকতায় জড়িত ছিলেন। সুতরাং আমি একজন শিক্ষক পরিবারের সন্তান৷” তিনি তার বক্তব্যে সকল সহকর্মী ও শিক্ষার্থীকে আশির্বাদ এবং সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

পরে শিক্ষক-শিক্ষার্থীরা স্যারের প্রতি প্রীতি-শুভেচ্ছা ও উপহার তুলে দেন এবং প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী স্যারকে তার নিজ বাসভবনে পৌঁছে দেয়া হয়।

 

 

Please follow and like us: