সংবাদদাতা: ফাদার উত্তম রোজারিও

প্রভু যিশু শিশুদের ভালবাসেন কারণ শিশুরা নির্মল ও পবিত্র। খ্রিস্ট জন্মজয়ন্তীর এই জুবিলী বর্ষে শিশুদের মতো সহজ, সরল ও পবিত্র হতে যিশু আমাদের আহ্বান করেন। সুরশুনিপাড়া ধর্মপল্লীর নবনবী গ্রামে ৯ আগষ্ট অনুষ্ঠিত পবিত্র শিশু মঙ্গল সেমিনারের উদ্বোধনী খ্রিস্টযাগের উপদেশে ফাদার উত্তম রোজারিও এই কথা বলেন। নবনবী গ্রামসহ আশে-পাশের আরো ৭টি গ্রামের ৭৯ জন শিশু ও ১৪ জন এনিমেটরসেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারের মূলসুর ছিল, “জুবিলিী ২০২৫: আশার তীর্থযাত্রায় শিশুদের অংশগ্রহণ”।

খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা। খ্রিস্টযাগের পর শিশুরা আনন্দর‌্যালীতে অংশগ্রহণ করে। এরপর পরিচালিত হয় শ্রেণীভিত্তিক বাইবেল কুইজ, প্রার্থনা, উপাসনা সংগীত, নৃত্য ও গ্রামভিত্তিক নাটিকা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিকন অণু যোয়াকিম গমেজ, সিস্টার জাসিন্তা, এসসি ও এনিমেটরগণের সহায়তায় শিশুরা কুইজ, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শীতপুর গ্রামের শিশু অনুপমা হাঁসদা অনুভূতি ব্যক্ত করে বলে, আজকে শিশুমঙ্গল সেমিনারে অংশগ্রহণ করে আমি অনেক আনন্দ করেছি। প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরষ্কার পেয়েছি। এই ধরণের আরো অনুষ্ঠানের আয়োজন করলে ভালো হবে।

 

Please follow and like us: