সংবাদদাতা: ডানিয়েল লর্ড রোজারিও
“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ” প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৯ আগষ্ট সাধু পিতর সেমিনারিতে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। আদিবাসী ভাই-বোনদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বনপাড়া সেমিনারীর আধ্যাত্মিক পরিচালক ফাদার উজ্জ্বল রিবেরু, সাধু পিতর সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী ও সেমিনারিয়ানগণ। ফাদার উজ্জ্বল রিবেরু বলেন, আমাদের আদিবাসী সংস্কৃতি রক্ষা ও চর্চায় জোর দিতে হবে। বর্তমান সময়ে আমাদের আদিবাসী ভাই-বোনদের সুন্দর কৃষ্টি-সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত নিজ নিজ সংস্কৃতি চর্চা করা। আমরা যখন নিজেরা চর্চা করব তখন অন্যরা অনুপ্রাণিত হবে। আজকের দিনে আমরা বিশ্বের আদিবাসী ভাই ও বোনদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করি।
ফাদার বিশ্বনাথ মারাণ্ডী বলেন, আদিবাসী দিবসের মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, জমির অধিকার ও সামাজিক নিরাপত্তা রক্ষার দাবিকে শক্তিশালী করা। পাহাড় ও সমতলের আদিবাসীরা এই দিনে র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে তাদের ঐতিহ্য ও অধিকার তুলে ধরে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, আদিবাসীরা এই দেশেরই অবিচ্ছেদ্য অংশ, তাদের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব।
আদিবাসী সাঁন্তাল সেমিনারিয়ান শান্ত টুডু বলে, আজ অনেক আনন্দ লাগছে কারণ সারা বিশ্বে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজকের দিনে আমাদের সকলকে শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।