সংবাদদাতা: ক্যাম্পাস প্রতিনিধি

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের কলেজ শাখার দশম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষ্যে আগামী ৪ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদিনব্যাপি দশম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। সেই লক্ষ্যে ১১ আগস্ট সোমবার অনুষ্ঠানের স্মারক লগো উন্মোচন করা হয়। বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্যে লগোটি উন্মোচন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ।

সেই সাথে অধ্যক্ষ মহোদয় পুর্নমিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কলেজ শাখার সকল শিক্ষার্থীকে (১-১১ ব্যাচ পর্যন্ত) এই অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।

ইতোমধ্যেই কলেজের অফিশিয়াল ফেসবুক পেইজে অনুষ্ঠানসূচি প্রকাশিত হয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়াতেই রেজিস্ট্রেশন করা যাবে এবং রেজিষ্ট্রেশনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ।

Please follow and like us: