সংবাদদাতা: বেনেডিক্ট মূর্মূ
বাংলাদেশ বিশপ সন্মিলনীর জাতীয় পরিবার জীবন পরিষদ কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেন্টার, রাজশাহীতে অনুষ্ঠিত হলো পারিবারিক জীবন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ। ১৪ থেকে ১৬ আগষ্ট অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী এবং দিনাজপুর ধর্মপ্রদেশ থেকে ৬০জন অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ বিশপ সন্মিলনীর পরিবার জীবন বিষয়ক পরিষদের সেক্রেটারি ফাদার স্ট্যানিসলাউস গমেজ, রাজশাহী ধর্মপ্রদেশীয় পারিবারিক জীবন বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা, দিনাজপুর ধর্মপ্রদেশের আহ্বায়ক ফাদার সিলাস কুজুর, ফাদার পল পিটার কস্তা এবং কমিশনের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ‘খ্রিস্ট জন্মজয়ন্তী ২০২৫: আশার তীর্থযাত্রায় পরিবার’ মূলভাবের ওপর ফাদার দিলীপ এস. কস্তা আলোচনা করেন। পরিবার জীবন বাস্তবতা এবং আমাদের করণীয় বিষয়ে কথা বলেন ফাদার পল পিটার কস্তা ও বেনেডিক্ট মূর্মূ। রাজশাহী ও দিনাজপুর ধর্মপ্রদেশের ছয় জোড়া দম্পতি তাদের পরিবার জীবন বিষয়ে সহভাগিতা করেন। স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়ে বিশপ জের্ভাস রোজারিও বলেন, পরিবার হচ্ছে মণ্ডলীর প্রাণ। কিন্তু পরিবারগুলো বর্তমান বাস্তবতায় এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। খ্রিস্টান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, পরিবারগুলোর যত্ন করা। আর সেটা যেন হয়ে উঠে খ্রিস্টিয় যত্ন।
কর্মশালায় অংশগ্রহণকারী সাগরী গমেজ বলেন, পরিবারের সন্তানরা আজ নানাভাবে সমস্যাগ্রস্থ। সন্তানদের এই সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে পরিবার। তাই পরিবারের যত্ন যদি সঠিকভাবে হয় তাহলে সন্তানরাও সুষ্ঠুভাবে গঠন পাবে। এছাড়া বর্তমানে দম্পত্তিদের মধ্যে বিভিন্ন সমস্যা চাক্ষুস। তাই দম্পত্তি রক্ষা অর্থ হচ্ছে সন্তান রক্ষা করা।