সংবাদদাতা: সাগরী গমেজ
রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস’এর উদ্যোগ খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটর সেমিনার। ১৪ থেকে ১৬ আগষ্ট অনুষ্ঠিত সেমিনারের মূলসুর ছিলো “খ্রিস্টই আমাদের আশার আলো”। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ১০৫জন শিশু এনিমেটর সেমিনারে অংশগ্রহণ করেন। উদ্বোধনী খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস’এর আহ্বায়ক ফাদার পিউস গমেজ ও ফাদার লিংকন কস্তা।
সেমিনারে ফাদার যোহন উত্তম রোজারিও “আশার তীর্থযাত্রায় শিশুদের সক্রিয় অংশগ্রহণ” বিষয়ের ওপর আলোচনা করেন। তিনি বলেন, আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস নিতে হয়। আমরা যেন শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করে শিশুদের শিক্ষা দান করি। তিনি ধর্মশিক্ষার বিষয়বস্তু প্রথমে ঠিক করতে বলেন এবং বাইবেল পাঠের ওপর জোর দেন। এনিমেটরগণ কোন্ পদ্ধতি অবলম্বন করে শিশুদের ধর্মশিক্ষা দেবেন ফাদার সে বিষয়েও শিক্ষা দেন।
“বিশ্বাসের বীজ শিশুদের অন্তরে রোপন করবো” মূলভাবের ওপর আলোচনা করেন ফাদার লিংকন কস্তা। তিনি বলেন, বীজ হলো ঈশ্বরের বাক্য, মাটি হলো আমাদের হৃদয়, ভালো মাটি হলো- প্রস্তুতি, মনোযোগ ও প্রার্থনাশীল মন। শিশুদের মন নরম মাটির মতো। ছোটবেলা থেকেই তাদের ধর্মশিক্ষা, বাইবেল পাঠ এবং বিভিন্ন ভালো কাজগুলো করালে তা তাদের মনে গেঁথে যায়। তিনি আরো বলেন, আমরা শুধু এনিমেটর নই; আমরা খ্রিস্টের সহকর্মী, আমরা যাজকদের সহযোগী, শিশু ও যুবদের পথ প্রদর্শক। এনিমেটরদের কাজ সাংগঠনিক বা দলীয়ভাবে শিক্ষাদান।
ফাদার পলাশ গমেজ তার আলোচনায় বলেন, মণ্ডলীর জন্ম হয়েছে- প্রেরণের লক্ষ্যে; তাই আমরা সবাই মিশনারী। ফাদার শিশুদের রোজারীমালা নিয়ে প্রার্থনার অভ্যাস তৈরি করার ওপর জোড় দেন। তিনি বলেন, আমরা ক্যাথলিক খ্রিস্টান- আমরা এক, সর্বজনীন ও প্রৈরিতিক। ফাদার পিউস গমেজ ধন্যবাদমূলক বক্তব্যে বলেন, এনিমেটর শব্দের অর্থই হচ্ছে, জীবন্ত। আর এনিমেটরগণ শিশুদের মধ্যে জীবন সঞ্চার করতে পারেন। শিশুরা বড়দের নিকট আদর্শ দেখতে চায়। তবে বর্তমান যুগে শিশুরা আদর্শ খুঁজে পায় না। সেমিনারে অংশগ্রহণকারী এনিমেটররা শিশুদের সামনে আদর্শ হতে পারেন।