সংবাদদাতা: ফাদার শেখর ফ্রান্সিস কস্তা

ক্যাথিড্রাল ধর্মপল্লীতে “এসো জপমালা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি” মূলসুরের উপর সারাদিনব্যাপী মারীয়া সেনাসংঘের সেমিনার অনুষ্ঠিত হয়। ২২ আগষ্ট বিভিন্ন গ্রাম থেকে ১৭০ জন মাকে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

খ্রিস্টযাগে সকল সদস্যা একত্রে মারীয়া সেনাসংঘের শপথ গ্রহণ এবং মা মারীয়ার নিকট আত্ম নিবেদন করেন। উপদেশে পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, মা মারীয়া হলেন সর্বকালের সকল মায়ের আদর্শ। মা মারীয়া যেভাবে যিশুকে লালন পালন করেছেন এবং নিজে পবিত্র ছিলেন, সকল মা যেন মা মারীয়ার আদর্শ অনুসরণ করেন। বর্তমানে অন্যান্য মণ্ডলীর অনেক প্রচারক আমাদের সমাজে এসে মা মারীয়ার বিষয়ে ভ্রান্ত ধারণা প্রচার করছে এবং মা মারীয়ার প্রতি মানুষের বিশ্বাস দুর্বল করে দিচ্ছে। এক্ষেত্রে মারীয়া সেনাসংঘের সদস্যরাই পরিবারে ও সমাজে মা মারীয়ার বিষয়ে সন্তানদের সঠিক শিক্ষা প্রচার করতে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

খ্রিস্টযাগের পর সেমিনারে ফাদার ফাবিয়ান মারাণ্ডী “মা মারীয়ার প্রতি ভক্তি ও জপমালা প্রার্থনার গুরুত্ব” বিষয়ে আলোচনা করেন। এছাড়াও ফাদার শেখর ফ্রান্সিস কস্তা মারীয়া সেনাসংঘের গঠন ও কার্যক্রম” এবং “মা মারীয়ার বিভিন্ন দর্শনের আধ্যাত্মিক গুরুত্ব বিষয়ে কথা বলেন।

উল্লেখ যে, ইতিপূর্বে ক্যাথিড্রাল ধর্মপল্লীর কেন্দ্রেই মারীয়া সেনাসংঘ কার্যক্রম পরিচালনা করতো, কিন্তু ধর্মপল্লীর অন্তর্গত গ্রামগুলোতে এই সংঘ সক্রিয় ছিল না। গত কয়েকমাস যাবত সংঘের সদস্যাগণ ধর্মপল্লীর ফাদার ও মাদার তেরেজা সিস্টারদের সঙ্গে যৌথভাবে গ্রামগুলোতে গিয়ে মারীয়া সেনাসংঘের গঠন ও কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং প্রতিটি গ্রামে এই সংঘ গঠন করেন।

Please follow and like us: