সংবাদদাতা: ডিকন মাইকেল হেম্ব্রম

বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন এবং নব নির্বচিত পালকীয় পরিষদের শপথ গ্রহণ ও প্রাক্তন সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান। ২২ আগষ্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, ডিকন, সিস্টার এবং নতুন এবং পুরাতন পালকীয় পরিষদের ৫০জন সদস্য-সদস্যা।

অধিবেশনের শুরুতে ডিকন মাইকেল হেম্ব্রমের উদ্বোধনী প্রার্থনা, সেন্ট পিউস বোর্ডিংয়ের মেয়েদের উদ্বোধনী নৃত্য এবং পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা’র শুভেচ্ছা বক্তব্য। ফাদার আন্তনী হাঁসদা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পালকীয় পরিষদ হচ্ছে ধর্মপল্লীর প্রাণ। পালকীয় পরিষদ যত দায়িত্বশীল ও সক্রিয় হবে ধর্মপল্লীর কাজকর্ম তত সুন্দরভাবে পরিচালিত হবে। এরপর ফাদার দিলীপ এস. কস্তা বিশপীয় পালকীয় পত্রের ওপর আলোচনা করেন। তিনি বলেন, জুবিলী আমাদের পাপের জন্য অনুতাপ ও মন পরিবর্তনের আহ্বান জানায়। এছাড়াও তিনি পালকীয় পরিষদের দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও কথা বলেন।

এরপর পালকীয় পরিষদের সদস্যরা পাঁচটি দলে বিভক্ত হয়ে বিশপীয় পালকীয় পত্রের প্রশ্নগুলো আলোচনা করেন। পরিশেষে ছিলো পবিত্র খ্রিস্টযাগ। খ্রিস্টযাগে  পালকীয় পরিষদের প্রাক্তন সদস্য-সদস্যাদের ধন্যবাদ জ্ঞাপন এবং নব নির্বাচিত পালকীয় পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

Please follow and like us: