সংবাদদাতা: লর্ড দানিয়েল রোজারিও
পোপ ফ্রান্সিসের ‘ লাউদাতো সি’ পত্রের দশ বছর উপলক্ষে পোপ চতুর্দশ লিও সৃষ্টি উদযাপন দিবস ঘোষণা করেছেন সেপ্টেম্বরের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। সৃষ্টির যত্ন ও ভালোবাসায় আমাদের দায়িত্ব – বিষয়কে প্রতিপাদ্য করে গত ১ সেপ্টেম্বর রাজশাহী সাধু পিতর সেমিনারিতে মাসব্যাপী সৃষ্টি উদযাপন দিবস এর উদ্বোধনী খ্রিস্টযাগ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সেমিনারির পরিচালক, সেমিনারিয়ান ও অন্যান্য সহায়তাকারীসহ ২২ জন উপস্থিত ছিলেন।
খ্রিস্টযাগের পূর্বে সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী সৃষ্টি উদযাপন কাল বা দিবস উদযাপনের প্রেক্ষাপট ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে বনজ, কৃষিজ ও পুষ্পবৃক্ষ নিয়ে সকলে শোভাযাত্রা করে খ্রিস্টযাগে অংশগ্রহণ করে।
খ্রিস্টযাগে ফাদার বিশ্বনাথ মারাণ্ডী বলেন, “পোপ ফ্রান্সিস ২০১৫ খ্রিস্টাব্দে বিশ্ব বাস্তবতা ও ধরিত্রী মাতাকে রক্ষা করতে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন আর তার বড় প্রমাণ হলো তার ‘লাউদাতো সি’ পত্র। এ পত্রের দশ বছর পূর্তি উপলক্ষ্য পোপ চতুর্দশ লিও সকলকে সৃষ্টিদিবস উদযাপনের আহ্বান করেছেন। প্রকৃতি যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব কারণ আমরা প্রকৃতি ছাড়া চলতে পারব না। প্রকৃতির প্রতি আচরণে প্রকাশ পায় ব্যক্তির মনোভাব। তাই এসো আমরা সকলে মিলে প্রকৃতির যত্ন নেই। ”
সেমিনারিয়ান টমাস রোজারিও তার অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রকৃতি নিয়ে আমরা অনেকবার চিন্তা করতে ভুলে যাই তাই যখন এ ধরণের পর্ব বা দিবস উদযাপন করা হয় তখন আমরা সচেতনতা লাভ করি।আমি নিজে প্রকৃতির যত্ন নিব এবং সকলকে যত্ন নিতে অনুপ্রাণিত করি।