সংবাদদাতা: ফাদার সুরেশ পিউরীফিকেশন
সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারী, বনপাড়াতে অনুষ্ঠিত হলো বিদায় ও বরণ অনুষ্ঠান। কলেজ শেষ বর্ষের ১১জন শিক্ষার্থীর বিদায় এবং কলেজ নতুন বর্ষের ৭জন ভাইকে বরণ করে নেওয়া হয়।
২৯ আগস্ট বিদায়-বরণ খ্রিস্টযাগে বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা নবাগত ও বিদায়ীদের উদ্দেশ্যে উপদেশে বলেন, যিশুর বাণীতে অনুপ্রাণিত হয়ে তোমরা সেমিনারীতে এসেছ; তাই তোমাদের শুভেচ্ছা জানাই। আজ থেকে সেমিনারীকে নিজের পরিবারের মত চিন্তা করবে। আর বিদায়ী সেমিনারীয়ানদের উদ্দেশ্যে বলেন, তোমরা সেমিনারী থেকে যা শিখেছ তা স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখার চেয়ে অন্তরের দৃষ্টি বা চিন্তা দিয়ে দেখবে।সেমিনারীর পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন বলেন, সেমিনারীতে থেকে তোমরা যাজকীয় জীবনের আহ্বান বুঝতে চেষ্টা করেছ। তবে লক্ষ্য যেন থাকে একটাই; তুমি একদিন যিশুর বেদীতে যজ্ঞনিবেদন করবে। জীবনে নানা ধরণের চ্যালেঞ্জ আসবে ঠিকই; কিন্তু সেটাকে জয় করতে পারাটাই হচ্ছে বিজয়ীর অর্জন। আর সব কিছুর ঊর্ধ্বে যিশু খ্রিস্টকে রাখবে।