সংবাদদাতা: গনেশ মিন্জ
ঈশ্বরের পরিকল্পনাতেই সাধ্বী আন্না ও সাধু যোয়াকিমের ঘরে ধন্যা কুমারী মারীয়া জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীতে হয়ে উঠেন ঈশ্বরের বাধ্য সেবিকা। তাঁর মধ্যস্থতায় আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করি। ৮ সেপ্টেম্বর সুরশুনিপাড়া ধর্মপল্লীতে খুকি মারীয়ার জন্মোৎসব উপলক্ষে অনুষ্ঠিত খ্রিস্টযাগের উপদেশে ফাদার উত্তম রোজারিও এই কথা বলেন। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা। ১০২জন মারীয়াভক্ত ও ৪ জন সিস্টার খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। সারা বিশ্বে কর্মরত সিস্টারস্ অফ চ্যারিটি বা মারীয়া বাম্বিনা সিস্টারদের এবং শিশুদের মঙ্গল কমানায় খ্রিস্টযাগে বিশেষ প্রার্থনা করা হয়।
কুমারী মারীয়ার জন্মোৎসব পালনের জন্য আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে নয় দিনের বিশেষ নভেনা প্রার্থনা করা হয়। পর্বোৎসবের আগের দিন পাপস্বীকার সংস্কারের ব্যবস্থা ছিলো। খ্রিস্টযাগের পর ধর্মপল্লীতে কর্মরত মারীয়া বাম্বিনা সিস্টারদের ফুল দিয়ে পর্বীয় শুভেচ্ছা প্রদান করা হয়।
সিস্টার লুসি, এসসি মারীয়ার জন্মোৎসব উপলক্ষে অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাদের সিস্টারস্ অফ চ্যারিটি সম্প্রদায়ে খুকি মারীয়ার প্রতি বিশেষ ভক্তি প্রদর্শন করা হয়। তাই আমাদের মারীয়া বাম্বিনা সিস্টার নামে ডাকা হয়। আজ মা মারীয়ার জন্মোৎসবের এই বিশেষ দিনে আমি সকল ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তের জন্য খুকি মারীয়ার মধ্যস্থতায় ঐশ আশির্বাদ চাই।