সংবাদদাতা: প্রশান্ত মুর্মু
মুণ্ডুমালা ধর্মপল্লীর অধীনস্ত কচুয়া কাজিপাড়া গ্রামে পালন করা হয়েছে সাধ্বী মাদার তেরেজার নামে উৎসর্গীকৃত গির্জা ও সাধু কার্লো আকুতিসের নামে উৎসর্গীকৃত স্কুলের পর্ব দিবস। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠানকে কেন্দ্র করে পবিত্র খ্রিস্টযাগ, স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ ও ম্যানেজিং কমিটির অংশগ্রহণে খেলাধুলা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুণ্ডুমালা ধর্মপল্লীর পাল পুরোহিত ও সাধু কার্লো আকুতিস স্কুলের সভাপতি ফাদার বার্ণাড টুডু, রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মু, সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী, মাদার অফ চ্যারিটি ও শান্তিরাণী সম্প্রদায়ের সিস্টারগণ।
পর্বীয় খ্রিস্টযাগের উপদেশে ফাদার বিশ্বনাথ মারাণ্ডী যুব সমাজকে সাধু আকুতিসের জীবনকে অনুসরণ ও ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন প্রযুক্তিকে অপব্যবহার না করে আকুতিসের মতো খ্রিস্টের বাণীপ্রচারের কাজে ব্যবহার করি। রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মু সাধ্বী মাদার তেরেজা, সাধু কার্লো আকুতিস ও মা মারীয়ার জীবনের গুরুত্ব ও তাদের সাদাসিধে জীবনের অসাধারণ মহিমাময় জীবনের মাহাত্ম তুলে ধরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা ও উৎসাহমূলক কথা বলেন।
মাদার অফ চ্যারিটি সম্প্রদায়ের সিস্টারগণ কাজিপাড়া গ্রামে সাধ্বী মাদার তেরেজা সংঘ প্রতিষ্ঠা করার পরামর্শ দিয়ে তাদের ছোট ছোট ত্যাগস্বীকার ও দানের মাধ্যমে দয়ার কাজে অংশগ্রহণ করার অনুপ্রাণিত করেন।