সংবাদদাতা: ফাদার সুরেশ পিউরীফিকেশন
রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারীতে রাজশাহী ফ্যামিলি রোজারী মিনিস্ট্রি’ টিম এর আয়োজনে ‘পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেমিনারের মূলসুর ছিলো ‘এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি’।
রাজশাহী ধর্মপ্রদেশের রোজারী মিনিস্ট্রির পরিচালক ফাদার অনিল মারাণ্ডী মূলবিষয়ের আলোকে সহভাগিতা করেন। তিনি বলেন, রোজারীমালা প্রার্থনা আমাদের খ্রিস্টিয় পরিবারে খুবই প্রচলিত একটি ভক্তিমূলক প্রার্থনা; যার মধ্য দিয়ে আমরা কুমারী মারীয়ার কাছে সকল চাওয়া-পাওয়া নিবেদন করতে পারি। মা মারীয়া আমাদের সবার প্রার্থনাই শোনেন ও পূর্ণ করেন। তিনি আমাদের বিপদের সহায়তাকারিণী, দুঃখ-কষ্টে সান্ত্বনাদায়িনী। বর্তমান বিশ্বে এক কঠিন বাস্তবতায় কুমারী মারীয়ার কাছে যেন আমরা আরও বেশি করে রোজারীমালা প্রার্থনা করি এবং শান্তি ও একতার পরিবার গড়ে তুলি।
বনপাড়া সেমিনারীর পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন বলেন, আমাদের জীবনে কুমারী মারীয়ার মধ্যস্থায় প্রার্থনার ফল পাই। জীবনের অনেক সংকটময় সময়ে যখন কুমারী মারীয়ার কাছে সাহায্য চাই তখন তিনি আমাদের সাহায্য করেছেন। তাই আমরা যেন প্রতিদিন জপমালা প্রার্থনার মধ্য দিয়ে কুমারী মারিয়ার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি।
একজন সেমিনারীয়ান অনুভূতি ব্যক্ত করে বলে, পরিবার, ব্যক্তিগত জীবন ও গঠন জীবনে রোজারীমালা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি বলে আজকে আমরা আনন্দিত। প্রতিটি পরিবারে শান্তি, একতা, মিলন ও ভালবাসার বন্ধনে জীবনযাপন করার উত্তম পথ হল জপমালা প্রাথর্না।