সংবাদদাতা: অ্যান্থনি সজীব কুলেন্তুনু (ক্যাম্পাস প্রতিনিধি)
সৃষ্টিকর্তা, প্রকৃতি ও জনগণের সাথে শিক্ষার্থীদের ত্রিমুখী সম্পর্ক গড়ে তুলতে হয়। আর এই সম্পর্ক গড়তে গেলে সামগ্রিক এবং সমন্বিত গঠন অতীব জরুরী। সামগ্রিক ও সমন্বিত গঠন একজন শিক্ষার্থীকে মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। ৪ অক্টোবর রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজ শাখার দশম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও এই কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা শিক্ষা লাভ করেছ সে শিক্ষা প্রতিষ্ঠানের বিপদে পাশে দাঁড়ানো এবং প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব তোমাদের।
অনুষ্ঠানের শুরুতেই নিমন্ত্রিত অতিথিদের দলীয় নৃত্য, ফুলেল শুভেচ্ছা, ব্যাচ ও উত্তরীয় পরিধান করানোর মাধ্যমে বরণ করে নেয়া হয়। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ডি.ডি. বরিশাল ধর্মপ্রদেশ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, স্কুল গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস. কস্তা, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজসহ আরো অনেকে।
জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন এবং ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে নিমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জ্ঞানগর্ভ ব্যক্তব্য রাখেন। মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমন্ত্রিত ব্যান্ড দলের সংগীত পরিবেশনা।