সংবাদদাতা: ফাদার অনীল মারাণ্ডী
হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজ রাজশাহীতে অনুষ্ঠিত হলো পোপের বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্ক (Pope’s Worldwide Prayer Network , PWPN) বিষয়ক সেমিনার হয়। ৩ অক্টোবর রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশে প্রথমবারের মতো পোপের বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহীর কো-অর্ডিনেটর ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের মধ্যভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সিষ্টার, শিক্ষক-শিক্ষিকা, যুবক-যুবতী ও খ্রিস্টভক্তসহ ৬০জন সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে পোপের বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্ক (Pope’s Worldwide Prayer Network , PWPN) এর সংক্ষিত ইতিহাস, উদ্দেশ্য, লক্ষ্য ও বাংলাদেশ মণ্ডলীতে এর সূচনা ও কার্যক্রমের উপর উপস্থাপন করেন ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী। তিনি বলেন, পোপের বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্ক (Pope’s Worldwide Prayer Network , PWPN) হলো একটি মুভমেন্ট ও পোপের বিশ্বব্যাপী প্রার্থনা সম্প্রচার ব্যবস্থা। ২০১৬ খ্রিস্টাব্দে পোপ ফ্রান্সিস কর্তৃক প্রাক্তন প্রেরিত প্রার্থনার শিষ্যত্বের (Apostleship of Prayer ) নতুন নাম। ১৮৪৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের (Vals-Pres-le Puy G-তে) এই আন্দোলনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা হলেন Fr. Francic Gautrelet, SJ।
আন্তন শিপলু বিশ্বাস EYM (Eucharistic Youth Movement) এর সংক্ষিত ইতিহাস, উদ্দেশ্য, লক্ষ্য ও খ্রিস্টমণ্ডলীতে এর সূচনা ও কার্যক্রমের উপর উপস্থাপন করেন। তিনি বলেন, বিশ্বের ৯০টি দেশে বর্তমানে PWPN ও EYM এর ১৫০.৫০ মিলিয়ন কাথলিক সদস্য রয়েছে। অংশগ্রহণকারী সবিতা টুডু বলেন, আজ আমার অনেক ভালো লাগছে যে, আমি এই সেমিনারে PWPN ও EYM এর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমিও এই বিষয়ে মানুষকে অবগত করবো। অংশগ্রহণকারী প্রদীপ মুরমু বলেন, আজ আমি নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি যে, এই (PWPN ও EYM) এর সেমিনারে এসে অনেক কিছু জানলাম ও শিখলাম। আমি ও আমরা সকলে মিলে যুবক-যুবতীদের এ ধরণের সেমিনারে আসতে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে পারি।
পরিশেষে ফাদার ফাবিয়ান মারাণ্ডী সহার্পিত খ্রিস্টযাগ উৎসর্গ করেন। খ্রিস্টযাগের পর পোপ চতুর্দশ লিও’র ছবি অংশগ্রহণকারীগণকে উপহার দেওয়া হয়।