সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়ার অন্তর্গত কাশিঘুটুতে পালিত হলো কাশিঘুটু গির্জাকার প্রতিপালিকা জপমালা রাণী মারীয়ার পর্ব এবং পর্ব পালনের রজত জয়ন্তী। ৭ অক্টোবর পর্বীয় খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা কস্তা, ফাদার লিংকন কস্তা, ফাদার সাগর তপ্ন, ডিকন অনু গমেজসহ সিস্টার এবং প্রায় ৬০০জন খ্রিস্টভক্ত।
সাঁন্তালী দারাম নৃত্যের মাধ্যমে যাজকগণকে বরণ করে নেওয়ার পর পা ধুয়ানো হয়। খ্রিস্টযাগের পূর্বে গ্রামের এই পর্ব পালনের রজত জয়ন্তী পালনের চিহ্নস্বরুপ নির্দিষ্ট ২৫জন ব্যক্তি প্রদীপ প্রজ্জলন করেন। এরপর কাশিঘুটু গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস ও গ্রামে জপমালা রাণী মারীয়ার পর্ব পালনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।
সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা এবং খ্রিস্টযাগের উপদেশবাণী রাখেন ফাদার ফাবিয়ান মারাণ্ডী। উপদেশে তিনি মা মারীয়ার জীবনী ও আমাদের জীবনে জপমালার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মা মারীয়া যেমন তাঁর পরিবারকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছিলেন, তেমনি আমরাও মা মারীয়ার মধ্যস্থতায় রোজারীমালা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের পরিবার ও সমাজকে রক্ষা করতে পারি।’ তিনি সবাইকে জপমালা প্রার্থনার প্রতি বিশ্বস্ত থাকতে আহ্বান করেন।
খ্রিস্টযাগের পর সাঁন্তালী নৃত্য, দুপুরের আহার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্ব উদযাপিত হয়।