সংবাদদাতা: সুশীল টুডু
সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। “আশার তীর্থযাত্রায় আমাদের অংশগ্রহণ” মূলসুরকে কেন্দ্র করে ১৭ অক্টোবর দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, ফাদার সাগর তপ্ন, ফাদার বিশ্বনাথ মারাণ্ডী, ডিকন অনু গমেজ, এডভোকেট নরেন্দ্রনাথ টুডু, বিভিন্ন গ্রাম থেকে আগত মাঞ্জহি, প্যারিশ সদস্য, গির্জামাস্টার ও নারী প্রতিনিধিসহ ১৬০জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
ফাদার প্রদীপ কস্তা শুভেচ্ছা বক্তব্যে বলেন, সমাজ, মাঞ্জহি ও মাস্টারদের দায়িত্ব হলো খ্রিস্টবাণী প্রচার করা। এরপর ফাদার বিশ্বনাথ মারাণ্ডী “আশার তীর্থ যাত্রায় অংশগ্রহণ” মূলসুরের আলোকে কর্মশালা পরিচালনা করেন। তিনি বলেন, মণ্ডলীর পঞ্চম আজ্ঞা ‘যথাসাধ্য দান করবে’ বিষয়ে খ্রিস্টভক্তদের দায়িত্ব রয়েছে। খ্রিস্টভক্তদের করণীয় হলো দান বিষয়ে শিক্ষা দেওয়া, নতুন গির্জা, বিদ্যালয় নির্মাণ, বিভিন্ন তহবিল গঠন করা ও সপ্তধাপ পদ্ধতিতে বাইবেল সহভাগিতা করা। বিভিন্ন ধর্মীয় উৎসবে আর্থিক সহায়তা করা, খ্রিস্টযাগের উদ্দেশ্য দেওয়া, সাক্রামেন্তীয় জীবন ও বিশ্বাস সুদৃঢ় করা, প্রার্থনা, পাপস্বীকার, বিভিন্ন সংগঠনের কার্যক্রম জোরদার করাও খ্রিস্টভক্তদের দায়িত্ব।
এরপর ধর্মপল্লীর গৃহীত পাঁচটি অগ্রাধিকারের উপরে বিভিন্ন বক্তাগণ বক্তব্য তুলে ধরেন। এডভোকেট নরেন্দ্রনাথ টুডু আদিবাসী খ্রিস্টিয় সমাজের বাস্তবতা তুলে ধরেন।