সংবাদদাতা: সিস্টার মেরী জেনিফার, এস.এম.আর.

বনপাড়া ধর্মপল্লীতে জাতীয় যুব ক্রুশকে বরণ করে নেওয়া হয়। ভবানীপুর ধর্মপল্লী হতে কীর্তন সহযোগে বনপাড়া ধর্মপল্লীতে নিয়ে আসা হয় জাতীয় যুব ক্রুশ। ১৬ অক্টোবর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, সিস্টারগণ, যুব, ওয়াইসিএস সংঘ এবং পালকীয় পরিষদ ধর্মপল্লীর পক্ষে তা গ্রহণ করেন। এরপর শোভাযাত্রা করে নৃত্যের মধ্য দিয়ে যুব ক্রুশ গির্জাঘরে আনা হয়। ক্রুশের সামনে ধুপারতি ও প্রদীপ প্রজ্বলন করেন ধর্মপল্লীর পাল পুরোহিত যুব সংঘের সভাপতি ও ওয়াইসিএস এর সেক্রটারি। ক্রুশকে ঘিরে যুবক-যুবতীরা কিছু সময় প্রার্থনা ও আরাধনায় কাটায়।

উক্ত অনুষ্ঠানে ১০০জন যুবক-যুবতী ও খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। উল্লেখ থাকে যে, ২০২৬ খ্রিস্টাব্দে জাতীয় যুব দিবস রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পালকীয় পরিষদের সদস্য ক্লেমেন্ট কস্তা বলেন, বনপাড়া ধর্মপল্লীতে ২০২৬ খ্রিস্টাব্দে জাতীয় যুব দিবস উদযাপিত হবে বিধায় আমরা বনপাড়াবাসী অত্যন্ত আনন্দিত। যুব দিবস যেন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় সে জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।

Please follow and like us: