সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই

সাধু পৌলের ধর্মপল্লী, কাটাডাঙ্গাতে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার সাধারণ সভা। ১৮ অক্টোবর অনুষ্ঠিত সভায় ১১টি ধর্মপল্লী থেকে ১০জন ফাদার, ২জন ডিকন, ৮জন সিস্টার ও ৬৩জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। উক্ত সভায় বিশপের প্রতিনিধি হিসেবে উপস্থি ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী ও ধর্মপ্রদেশের ভূমি ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু।

উত্তর ভিকারিয়ার সভায় ধর্মপল্লীর জমি সংক্রান্ত জটিলতা, বোর্ডিং ও ধর্মপল্লীর আয়-ব্যয় বিষয়ে আলোচনা করা হয়।

Please follow and like us: