সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন

জার্মানীর সাহায্যকারী সংস্থা কিন্ডার মিশন ওয়ের্ক থেকে আগত পাঁচজন প্রতিনিধি সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুল পরিদর্শন করেন। ২২ অক্টোবর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্ডার মিশন ওয়ের্ক-এর প্রেসিডেন্ট ফাদার Fr. Dirk Bingene, Fr. Jacob, পাল পুরোহিত ও স্কুলের সভাপতি ফাদার প্রদীপ কস্তা, স্কুলের প্রধান শিক্ষক ফাদার সাগর তপ্ন, রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য ও ময়মনসিংহ কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

অতিথিদেরকে চন্দন তিলক কপালে লেপন, সান্তালী দারাম নৃত্য ও পা ধোয়ানের মাধ্যমে অভ্যর্থনা করা হয়। এরপর আলোচনা সভায় অতিথিগণ শিশু সুরক্ষা, শিশুদের নৈতিক গঠন, সুবিধা-অসুবিধা ও পড়াশোনা বিষয়ে আলোচনা করেন। কিন্ডার মিশন ওয়ের্ক-এর প্রেসিডেন্ট Fr. Dirk Bingene বলেন, শিশুরাই শিশুদের লেখাপড়া করার জন্য সাহায্য করতে পারে। তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য শিশুদের অভিভাবক এবং শিক্ষকগণকে আহ্বান জানান।

ফাদার প্রদীপ কস্তা কিন্ডার মিশন ওয়ের্ক’এর প্রেসিডেন্ট এবং সদস্যগণকে শিক্ষার্থীদের সাহায্য স্কুল পরিদর্শন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এই পিছয়ে পড়া দরিদ্র শিশুদের পড়াশুনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আপনাদের ক্ষুদ্র সাহায্য পেয়ে এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

Please follow and like us: