সংবাদদাতা: ডানিয়েল লর্ড রোজারিও
মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে জপমালা রাণী মারীয়া মাসের সমাপনী খ্রিস্টযাগ। ২৯ অক্টোবর বিকালে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ কুমারী মারীয়ার প্রতিকৃতিসহ রোজারিমালা সহযোগে ধর্মপল্লী প্রাঙ্গণে উপস্থিত হন। মা মারীয়ার স্মরণে অনুষ্ঠিত বিশেষ খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন সাধু পিতর সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন ধর্মপল্লীর পাল পুরোহিত ও আধ্যাত্মিক পরিচালক।
ফাদার বিশ্বনাথ মারাণ্ডী উপদেশ বাণীতে বলেন, মা মারীয়া আমাদের জীবনে চলার পাথেয়। আমরা মা মারীয়ার সাথে প্রার্থনায় একাত্মতা প্রকাশ করি। আমরা কেউ প্রার্থনা করে বা নিজেদের চেষ্টায় কোন ফল পেতে পারি না তবে পবিত্র আত্মা আমাদের প্রার্থনা করতে শেখান। পবিত্র আত্মার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা নবজীবনের পথে ধাবিত হতে পারি।
পরিশেষে, পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ মাসব্যাপী রোজারিমালা ও সমাপনী অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং সকল পরিবার থেকে নিয়ে আসা মা মারীয়ার প্রতিকৃতি আশির্বাদ করেন।




