সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ

“পরিবার: খ্রিস্টিয় জীবনের উৎস” মূলসুরকে কেন্দ্র করে লূর্দের রাণী ধর্মপল্লী, বনপাড়ায় অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার। ৩১ অক্টোবর বনপাড়া ধর্মপল্লীর পরিবার কল্যাণ পরিষদের উদ্যোগ এবং রাজশাহী ধর্মপ্রদেশের পরিবার জীবন কল্যাণ পরিষদের সহযোগিতায় অর্ধদিনব্যাপী এই সচেতনতামূলক সেমিনার শুরু হয় প্রার্থনা, বাণীপাঠ, স্বাগত নৃত্য এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে। সেমিনারে ১১০ দম্পতি অংশগ্রহণ করেন।

শুভেচ্ছা বক্তব্যে পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা বলেন, মানব জাতির আদি প্রতিষ্ঠান হলো পরিবার আর এই পরিবার স্বয়ং ঈশ্বর তাঁর পরিকল্পনার অংশ হিসেবে রূপদান করেছেন। সেমিনারে প্রধান বক্তা হিসেবে “পরিবার: খ্রিস্টিয় জীবনের উৎস” মূলসুরের উপর প্রাণবন্ত সহভাগিতা করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরিবার জীবন কল্যাণ পরিষদের সদস্য বেনেডিক্ট মুরমু। সহভাগিতায় তিনি পরিবার, দাম্পত্য জীবন, সম্পর্কের রসায়ন, দায়দায়িত্ব, বিভিন্ন চ্যালেঞ্চ ও সচেতনভাবে সমন্বিত সমাধানের উদ্যোগ বিষয়গুলো সহভাগিতা করেন।

অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয়তায় সেমিনারটি আরো আকর্ষনীয় হয়ে উঠে। দাম্পত্য জীবনের নানাবিধ বিষয় নিয়ে অংশগ্রহণকারিগণ স্বতঃস্ফূর্তভাবে সহভাগিতা করেন যা অন্যকে অনুপ্রেরণা জুগিয়েছে। দম্পতিগণ তাদের দাম্পত্য জীবনের সুখ-দুঃখের গল্প বলেন।

 

 

 

Please follow and like us: