সংবাদদাতা: ফাদার শেখর ফ্রান্সিস কস্তা
রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে “খ্রিস্ট জন্মজয়ন্তী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ ” মূলভাবের উপর পালকীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর উক্ত সম্মেলনে ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গ্রাম পরিষদের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং সিস্টার সম্প্রদায়ের প্রতিনিধিসহ নব্বই জন অংশগ্রহণ করেন।
কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী স্বাগত বক্তব্যে বলেন, খ্রিস্ট জন্মজয়ন্তী আমাদের জন্য অনন্দের একটি বছর। আমরা যেন সবাই নিজেদের স্থান থেকে সমাজে যে যেই দায়িত্বে আছি তা সুন্দরভাবে পালন করার মাধ্যমে মণ্ডলী গঠনের কাজে অবদান রাখি।
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপের পালকীয় পত্রে উল্লেখিত ৩টি প্রশ্নের আলোকে শেলী বিশ্বাস, ড. আরোক টপ্য ও ফাদার বিশ্বনাথ মারাণ্ডী আলোচনা করেন। ধর্মপ্রদেশীয় এছাড়াও পালকীয় সম্মেলনে ধর্মপল্লী পর্যায়ে বাস্তবায়নযোগ্য যে ৫টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিলো সেগুলো নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।




