সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

ভূতাহারা ধর্মপল্লীর বিজলী গ্রামে অনুষ্ঠিত হয়েছে হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান। ৯ নভেম্বর খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও পাল পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা, ফাদার মিন্টু যোহন রায়, ফাদার বাপ্পী ক্রুশ ও প্রায় চারশত খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। আটটি গ্রামের ১৬২জন প্রার্থীকে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়।

বিশপ খ্রিস্টযাগের উপদেশে বলেন, অংশগ্রহণকারী মণ্ডলী হয়ে আমরা যেন সক্রিয়ভাবে উপাসনা ও মণ্ডলী গঠনের কাজ জোরদার করি। এছাড়াও তিনি প্রার্থীদের শয়তানের বিরুদ্ধে যুদ্ধে পবিত্র আত্মার সহায়তা যাচনা ও প্রার্থনার উপর জোর দিতে বলেন। খ্রিস্টযাগের পর বিশপ মহোদয়কে শুভেচ্ছা জানানো এবং সাঁন্তালী রীতি অনুযায়ী দান সামাং (উপহার) প্রদান করা হয়।

Please follow and like us: