সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

সেন্ট যোসেফ প্রাথমিক বিদ্যালয়, ভূতাহারায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। ১৩ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাদার লুইস সুশীল পেরেরা এবং ফাদার যোহন মিন্টু রায়। অনুষ্ঠানসূচিতে ছিল নৃত্য ও ফুলের মধ্য দিয়ে অতিথি ও শিক্ষকদের বরণ। ফাদার যোহন মিন্টু রায় এ বছরের মূলসুর “শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পূণর্গঠন” ও শিক্ষকগণের মর্যাদা বিষয়ে সহভাগিতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফাদার লুইস সুশীল পেরেরা বলন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে আলোকিত মানুষ গড়া হলো শিক্ষকের দায়িত্ব-কর্তব্য।

 

Please follow and like us: