সংবাদদাতা: ডিকন নয়ন যোসেফ গমেজ, সিএসসি
রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশের ৭জন ডিকনের যাজকীয় অভিষেক পূর্ববর্তী প্রস্তুতিমূলক নির্জনধ্যান অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত এই নির্জনধ্যান পরিচালনা করেন ফাদার শৈবাল ফ্রান্সিস রোজারিও। নির্জনধ্যানে তিনি, “যাজকদের প্রতি ঈশ্বরের আহ্বান”, “যাজকীয় জীবনের মাহাত্ম্য ও সৌন্দর্য”, “যাজকীয় জীবনে প্রার্থনা ও পবিত্রতা”, “উত্তম মেষপালক যিশু ও যাজকদের পালকীয় সেবার জীবন”, “খ্রিস্টযাগ ও সংস্কারীয় সেবাকাজ”, “যাজকদের শক্তির উৎস কষ্টভোগী সেবক যিশু”, ” মঙ্গলসমাচারের সুমন্ত্রণায় যাজকীয় জীবন” এবং “মা মারীয়া যাজকগণের রাণী ও জননী” বিষয়ের উপর আলোচনা করেন।
নির্জনধ্যানের সমাপনী খ্রিস্টযাগের উপদেশে তিনি ডিকনদের উদ্দেশ্যে বলেন, পিতা ঈশ্বর স্বেচ্ছা-প্রণোদিত হয়ে আমাদেরকে আহ্বান করেছেন। আমরা কেউ যোগ্য ছিলাম না বরং তিনিই আমাদেরকে অনুগ্রহ করে প্রতিনিয়ত যোগ্য করে তুলছেন। তিনি চান আমরা যেন আমাদের যাজকীয় জীবনে প্রভু যিশুর মত দয়া, ক্ষমা, আশা ও ভালবাসার মানুষ হয়ে উঠি।
যাজকীয় অভিষেকের জন্য প্রস্তুতিমূলক এই নির্জনধ্যান সম্পন্ন করা রাজশাহী ধর্মপ্রদেশের সাতজন ডিকন হলেন ডিকন আলবার্ট বকুল ক্রুশ (বোর্ণী ধর্মপল্লী), ডিকন অনু যোয়াকিম গমেজ (ফৈলজানা ধর্মপল্লী), ডিকন জের্ভাস গাব্রিয়েল মুর্মু (মুন্ডুমালা ধর্মপল্লী), ডিকন মাইকেল হেম্ব্রম ( রহনপুর ধর্মপল্লী), ডিকন নয়ন যোসেফ গমেজ সিএসসি (ফৈলজানা ধর্মপল্লী) এবং ডিকন সনেট থিওটোনিয়াস কস্তা (বনপাড়া ধর্মপল্লী)।




