সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস

রাজশাহী ধর্মপ্রদেশের সাধু জন বস্কো ক্যাথলিক ধর্মপল্লী, লক্ষ্মীকুলে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন করা হয়। ১৪ নভেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এমিল এক্কা, এসডিবি, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ ও সেক্রেটারী বেনেডিক্ট তুষার বিশ্বাসসহ কমিশনের এনিমেটর এবং ধর্মপল্লীর যুবক-যুবতী ও খ্রিস্টভক্তগণ। ১৩ নভেম্বর সাক্রামেন্তিয় আরাধনার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

১৪ নভেম্বর সকালে খ্রিস্টভক্তের উপস্থিতিতে যুব ক্রুশ শোভাযাত্রা করে গির্জাঘরে আনা হয় এবং স্থাপন করা হয়। যুব ক্রুশে ধুপারতি ও মাল্য প্রদান করেন ফাদার এমিল এক্কা, এসডিবি। তিনি বলেন, আমরা অনেক ভাগ্যবান যে যুব প্রাণের উৎসব যুব দিবস পালনের জন্য ধর্মপ্রদেশ আমাদের এ ধর্মপল্লীকে বেছে নিয়েছেন; আশা করছি এ ক্রুশের সংস্পর্শে এসে আমাদের যুবারা নতুন চেতনা ও উদ্দিপনা লাভ করবে। অতঃপর ফাদার শ্যামল জেমস গমেজ সকলকে শুভেচ্ছা জানিয়ে যুব ক্রুশ ও যুব দিবসের মাহাত্ম তুলে ধরেন। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এমিল এক্কা, এসডিবি সকলকে যুব প্রতিজ্ঞা পাঠ করান। ফাদার শ্যামল জেমস গমেজের পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে ক্রুশ স্থাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please follow and like us: