বরেন্দ্রদূত সংবাদদাতা

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক অনুষ্ঠান। ২১ নভেম্বর সাতজন ডিকন যাজকীয় অভিষেক লাভ করেন। অভিষেক অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল রোজারিও, বাংলাদেশ হলিক্রস যাজকসংঘের সহকারী প্রভিন্সিয়াল ফাদার সুশান্ত আন্তনী গমেজ, সিএসসি, উল্লেখযোগ্য সংখ্যক ফাদার, ডিকন, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ।

২০ নভেম্বর বিকালে কাথিড্রালে ডিকনদের আদিবাসী কৃষ্টিতে নৃত্য, গান ও পা ধৌতকরণের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে বিশপ ইম্মানুয়েল রোজারিও বলেন, আগামীকাল যারা যাজকীয় অভিষেক লাভ করবেন সেই ডিকনদের শুভেচ্ছা জানাই। আমরা যেন ডিকনদের জন্য প্রার্থনা করি। সন্ধ্যায় ডিকনদের মঙ্গলকামনায় পবিত্র ঘন্টা ও আশির্বাদ অনুষ্ঠিত হয়।

২১ নভেম্বর যাজকীয় অভিষেক খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস রোজারিও বলেন, আজ ডিকনগণ ভক্তজনগণের সামনে যাজকীয় অভিষেক লাভ করবেন। মেলখিসেদেকের রীতি অনুসারে তারা খ্রিস্টের যাজকত্বে অংশ নিবেন। আর এই যাজকত্ব কোন ক্ষমতা, কর্তৃত্ব ও পদ নয় বরং যাজকীয় সংস্কার হচ্ছে সেবার আহ্বান। যাজকত্ব লাভকারী ডিকনদের উদেশ্যে তিনি আরো বলেন, যাজকীয় অভিষেক লাভের মধ্য দিয়ে তোমরা হয়ে উঠবে জনগণের প্রেমের যাজক। তোমাদের কাজ হবে জনগণের সেবা করার মধ্য দিয়ে সেবক হয়ে উঠা। জনগণকে নিয়ে তোমরা আনন্দ করবে।

নবাভিষিক্ত যাজক ফাদার মাইকেল হেম্ব্রম অনুভূতি ব্যক্ত করে বলেন, ঈশ্বরের নিকট আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। অযোগ্যতা থাকা সত্ত্বেও তিনি আমাদের বেছে নিয়েছেন। সকল আয়োজনের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। তিনি সবার নিকট প্রার্থনা ও আশির্বাদ যাচনা করে বলেন, আজকে অভিষেক লাভকারী আমরা প্রত্যেকে যেন প্রতিদিন যাজক হয়ে উঠতে পারি।

 

Please follow and like us: