সংবাদদাতা: ফাদার শ্যামল গমেজ

“খ্রিস্টরাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশ্বরনন্দন তোমারে প্রণাম করি” ঐশ জনগণের সম্মিলিত সুর এবং গভীর বিশ্বাস ও ভক্তি উৎসাহ নিয়ে লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে পালিত হল বিশ্বরাজ খ্রিস্টের পর্ব ও খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা।

২৩ নভেম্বর অনুষ্ঠিত পর্বীয় খ্রিস্টযাগের উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, প্রথম বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা এবং ইউরোপের মূল ভূখণ্ডের চারটি প্রধান রাজতন্ত্রের অবসানের পর এই উৎসবটি খ্রিস্টের প্রকৃত রাজত্বের উপর জোর দেয়। নাস্তিকতা এবং ধর্মনিরপেক্ষতার উত্থানের প্রতিক্রিয়া জানাতে এই উৎসবটি সমগ্র বিশ্বে আজ অবদি আলোড়ন সৃষ্টিকারী এক মহোৎসব। যিশু সমগ্র মহাবিশ্বে পেশী শক্তি দিয়ে নয় বরং ভালবাসা, ক্ষমা, সেবা ও ন্যায়-নীতির মধ্য দিয়েই তাঁর মহাপ্রতাপ ও শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করেছেন।

সকালে পবিত্র খ্রিস্টযাগ এবং বিকালে পবিত্র খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে যথাযথভাবে পালন করা হয়।

 

Please follow and like us: