সংবাদদাতা: লর্ড রোজারিও 

নব অভিষিক্ত ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু তার নিজগ্রাম দিব্যস্থলীতে ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করেন। ২২ নভেম্বর ধন্যবাদের খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, উন্নয়ন পরিচালক ফাদার উইলিয়াম মুরমু,মুন্ডুমালা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বার্ণাড টুডুসহ ৭ জন যাজক, রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ১১ জন সিস্টার, ১৪ জন সেমিনারিয়ান ও বিভিন্ন গ্রাম থেকে আগত ৬০০ শতাধিক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

ফাদার উইলিয়াম মুরমু তার উপদেশ বাণীতে বলেন , ফাদার জের্ভাস আমাদের জন্য গর্ব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ আমরা দিব্যস্থলী গ্রাম থেকে আরো একজন যাজক পেয়েছি প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য। ফাদার জের্ভাস আজ থেকে সকল মানুষের আত্মার পরিত্রাণের জন্য কাজ করবে।

 

Please follow and like us: