সংবাদদাতা: ফাদার অনীল ইগ্নেসিউস মারাণ্ডী
শোকান্নীতা মারীয়ার ধর্মপল্লী, কৃষ্ণবল্লভে ধর্মপল্লীর আয়োজনে ও রাজশাহী ধর্মপ্রদেশীয় হলি ফ্যামিলি ও রোজারী মিনিস্ট্রির সহযোগিতায় পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অর্ধদিবসব্যাপী সেমিনারে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার পাত্রাস হাঁসদা, সিস্টার, মারীয়া সংঘ, বিভিন্ন গ্রাম মহিলা, পুরুষ, যুবক-যুবতী ও ছোট ছেলে-মেয়েসহ ছিয়ানব্বইজন অংশগ্রহণ করেন।
সেমিনারের মূলভাব ছিলো “এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি”। ২৬ নভেম্বর অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী ধর্মপ্রদেশের রোজারী মিনিস্ট্রির পরিচালক ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী মূলবিষয়ের উপর আলোচনা করেন।
ফাদার অনীল বলেন, জপমালা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সকল চাওয়া-পাওয়া, ভক্তি-ভালবাসা, শ্রদ্ধা ও নিবেদন মা মারীয়ার কাছে তুলে ধরি। মা মারীয়া আমাদের বিপদের সাহায্যকারিণী, দুঃখ-কষ্টে সান্ত¡নাদায়িনী। বর্তমান পরিস্থিতিতে কুমারী মারীয়ার কাছে যেন আমরা আরোও বেশি করে জপমালা প্রার্থনা করি ও আদর্শ পরিবার এবং আদর্শ সমাজ গড় তুলতে পারি। এরপর সিস্টার জয়ন্তী রিবেরু সিআইসি, পরিবারে জপমালা প্রার্থনা ও মা মারীয়ার প্রতি তার যে বিশ্বাস তা সহভাগিতা করেন। তিনি বলেন, কুমারী মারীয়া হলেন যিশুর মা, মাতা মণ্ডলীর মা ও সকল মানব জাতির মা।
অংশগ্রহণকারী রেজিনা হেম্ব্রম বলেন, মা মারীয়া আমার পরিবারকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করছেন। আমার মা মারীয়ার প্রতি ভক্তি-বিশ্বাস দিন দিন গভীর হচ্ছে। আমি এখন প্রতিদিন পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করি ও পরিবারে জপমালা প্রার্থনা করি।




